তাপস চৌধুরী আবারো ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ১০:৪৪ অপরাহ্ণছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার প্যানেল মেয়র আবারো নির্বাচিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর তাপস চৌধুরী। এ নিয়ে তিনি টানা কয়েকবার ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার কাউন্সিলরদের গোপন ভোটে ৭ ভোট পেয়ে তাপস চৌধুরী আবারো প্যানেল মেয়র নির্বাচিত হন। ছাড়া টানা তিনবার নির্বাচিত ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন প্যানেল মেয়র-২ এবং টানা ২য় বার নির্বাচিত ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন। পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত প্যানেল মেয়র নির্বাচনে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারী ও পৌরকাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।