কদমতলীর প্রবীণ মুরব্বী তফজ্জুল আলী আর নেই : দাফন সম্পন্ন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৫:২৯ অপরাহ্ণসিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর বাসিন্দা প্রবীণ মুরব্বী ও সাবেক হেলেনা রেষ্ট্রুরেন্টের পরিচালক মো. তফজ্জুল আলী আর নেই। ইন্না………….রাজিউন। রোববার সকাল সাড়ে ৮ টায় তিনির নিজ বাস ভবন কদমতলী ৬৫ নং স্বর্ণশিখা নং বাসায় মৃত্যুবরণ করেন।
৪ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক মো. তফজ্জুল আলীর মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে জঠিল রোগে ভোগছিলেন। মো. তফজ্জুল আলী হলেন কদমতলী স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির সভাপতি রেজাউল ইসলাম রেজার পিতা।
রোববার বাদ যোহর কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে কদমতলী পঞ্চায়েতী কবরস্থানে মো. তফজ্জুল আলীকে চিরশায়ীত করা হয়। নামাজে জানাজায় এলাকাবাসীসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।