ওসমানীনগরে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা‘র খাদ্য সামগ্রী বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২১, ৮:৩২ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি:
আর্ত মানবতার সংগঠন খ্যাত খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা সিলেটের ওসমানীনগর খছরুপুর শেরপুর ২য় শাখার উদ্যোগে অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: ইনাম মিয়া‘র দাদীর‘র মৃত্যুবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হতদরিদ্র লোকজনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দব্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামে রবিবার দুপুরে আয়োজিত বিতরনী কার্যক্রমে সভাপতিত্ব করেন সমাজ সেবক হাজী ইরান উদ্দিন।খোলাফায়ে রাশিদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার পরিচালক আনোয়ার আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক চেলারম্যান আলহাজ্ব খালিদুর রহমান।বিশেষ অতিথি ছিলেন,যুক্তরাজ্য ওল্ডহাম যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মোশাহিদ আলী, খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র শিংকাপন শাখার সাধারন সম্পাদক আব্দুল মোমিন, সমাজসেবক কুতুব উদ্দিন, সৈয়দ শামিম মোনিম, হাতিম মিয়াসহ আরও অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন ইসলাম পাড়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম। সভায় বক্তারা বলেন,মহামারি করোনার সংকটকালিন সময়ে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সিলেট অঞ্চলের এসব অসহায় পরিবার ও কর্মহারা মানুষের মাঝে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা দফায় দফায় ত্রাণ বিতরণ অব্যাহত রাখার ধারাবাহিকতায় প্রবিত্র রমজান মাসকে সামনে রেখে দরিদ্র লোকজনের পাশে দাঁড়িয়েছে। সমাজের দরিদ্র বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই সকল বিত্তবানদের দায়িত্ব। দরিদ্র জনগোষ্ঠী সমাজের অবহেলিত বা বোঝা নয়। তারা আমাদের প্রতিবেশি,আপনজন। তাদেরকে সাধ্যমত সাহায্য-সহযোগিতা করলে উপকৃত হবেন।খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।এ সংস্থা মানবসেবামূলক সার্বিক কার্যক্রম অত্যান্ত প্রশংসনীয়। খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা’র মত মানবতার কল্যাণে সবাইকে সমাজের এগিয়ে আসার আহবান জানান তারা। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আহাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।