কানাইঘাটে আল-খায়ের ফউন্ডেশনের জরুরী খাদ্য সহায়তা প্রদান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:১৭ অপরাহ্ণকানাইঘাট প্রতিনিধি :::
কানাইঘাটে যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা আল-খায়ের ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ও সমকাল সুহ্নদ সমাবেশের মাধ্যমে ১শত ৫০টি দরিদ্র পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে কানাইঘাট দারুল উলুম মাদ্রাসা মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীব, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুন নুর, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট সমকাল সূহ্নদ সামাবেশের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবির দাশ খোকন, আল-খায়ের ফাউন্ডেশনের কমলজিৎ পাল শাওন, আবু তাহের মোঃ নাজিম, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা বদরুল আমিন, মাওলানা আসাদ আহমদ প্রমূখ। জানা যায় উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতায় যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক এ দাতা সংস্থা পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির মধ্যে করোনা ভাইরাস জনিত ঝুকি মোকাবেলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এর পূর্বে আল-খায়ের ফাউন্ডেশন নামক দাতা সংস্থাটি “জরুরী খাদ্য সহায়তা শীর্ষক প্রকল্প” বাংলাদেশের বিভিন্ন জেলায় বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনজিও বিষয়ক বুরে্য কর্তৃক অনুমোদিত হয়েছে। এরপর দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ন্যায় কানাইঘাটে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিটি প্যাকেটে রয়েছে ২০ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, ২কেজি চিনি, ২ লিটার ভুজ্য তেল, ১ কেজি লবন, ২ কেজি আটা, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম গুড়োদুধ সব মিলিয়ে প্রায় ৩হাজার ৫শত টাকার খাদ্য সামগ্রী দরিদ্র পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন যুক্তরাজ্য ভিত্তিক আল-খায়ের ফাউন্ডেশন অতীতে কানাইঘাটের অসহায় মানুষের পাশে দাড়িয়ে নানা ভাবে সহযোগীতা করেছে। তিনি এ ফাউন্ডেশনের সাথে জড়িত প্রবাসীদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে আগামী দিনে আল-খায়েরের কার্যক্রম এ এলাকায় আরো জোরদারের আহ্বান জানান।