ওসমানীনগরে কেন্দ্রীয় যুবলীগের দিক নির্দেশনায় দুঃস্থদের খাদ্য সামগ্রী বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:৪১ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি:
করোনা সংক্রমণ পরিস্থিতি ও মাহে রমজান উপলক্ষ্যে যুবলীগ নেতার উদ্যোগে ওসমানীনগরের আড়াই শতাধিক গরিব-অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ ইফতার সামগ্রী। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের দিকনির্দেশনায় কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম নূর মিয়ার অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলার উমরপুর ইউনিয়নের কামলাপুর গ্রামস্থ নুরুল ইসলাম নূর মিয়ার নিজ বাড়িতে অনুষ্টিত বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া। উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুজগীপুর মান উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন,ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর,সাধারণ সম্পাদক শিপন আহমদ,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, আওয়ামী লীগ নেতা কয়ছর আহমদ, মো. সামসুদ্দিন, জুয়েল আহমদ, আনর মিয়া, ইউপি সদস্য রোকন আহমদ চৌধুরী, সোহেল আহমদ। বক্তব্য রাখেন উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ডা: সুমন সূত্রধর,সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান। প্রেসক্লাবে সহ- সাধারণ সম্পাদক কবির আহমদ, যুবলীগ নেতা রাজু আহমদ, ছালিক আহমদ,খোকন মিয়া,সাবু মিয়া, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা মিজান আহমদ,কামরুল ইসলাম টিপনসহ আরও অনেকে। ছাত্রলীগ নেতা জুবায়ের সিদ্দিকীর পরিচালনায় বক্তারা বলেন, হাজারো লড়াই,সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।সুষ্ট নেতৃত্বে যুবলীগ তাঁর হারানো ঐতিহ্য ও গৌরব ফিরে পাওয়ার পাশাপাশি হয়ে উঠেছে মানবতার যুবলীগ। আতœমানবতার ধারাবাহিকতায় মানুষের কল্যানে নিয়োজিত রয়েছে সর্বদা।করোনা মহামারির মধ্যেই আবার এসেছে পবিত্র রমজান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতেও যে কোন দুযোর্গ সফলতার সাথে মোকাবেলা করেছে দেশ। সবাই সতর্ক থাকলে এবারও তার সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় দেশ করোনার প্রকোপ থেকে মুক্ত হওয়ার আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্য-মান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।