গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার আন্তরিক : সিদ্দিক আহমদ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:৪৯ অপরাহ্ণজগন্নাথপুরে মাটির কাজ সম্পন্ন হওয়া দুটি সড়েকের উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের অবহেলিত কচুরকান্দি এলাকার ৬ কিলোমিটার সড়কের মাটি ভরাট কাজ সম্পন্ন হওয়ায় সড়ক দুটির উদ্বোধন করা হয়েছে। মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন এর সার্বিক তত্ত্বাবধানে ২ লক্ষ টাকা সরকারি বরাদ্দ এবং ইউনিয়নের কচুরকান্দি পাথারিয়া ধারারপাড় এলাকার যুক্তরাজ্য প্রবাসী দম্পতি মাওলানা হাবিব খান ও শিরিয়া খানমের ফেরতযোগ্য অর্থ বরাদ্দের সহযোগিতায় প্রায় ২৫ লাখ টাকা ব্যায়ে হাওয়াই খাল নদীর উত্তরপাড়ের মোহাম্মদগঞ্জ বাজার থেকে পাটলী ইউনিয়নের লোহারগাঁও পর্যন্ত এবং দক্ষিণ পাড়ের মিরপুর হতে পাথারিয়া ধারারপাড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের মাটি ভরাট কাজ সম্পন্ন হয়। বুধবার দুপুরে মাটি ভরাট সম্পন্ন হওয়া সড়ক দুটির উদ্বোধন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবীদ সিদ্দিক আহমদ। এসময় জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, মিরপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, যুক্তরাজ্যে প্রবাসী আওয়ামী লীগ নেতা মোস্তাক কোরেশী, প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, ইউপি সদস্য মোজাম্মেল খান, আব্দুশ শহীদ, মোস্তাক আহমদ, মহিলা সদস্যা নাজমিন আক্তার মিনা, হাসনা হেনা, ফুল বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে বিশ^বাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন সমাজসেবক মো: সমছু মিয়া সুজল। উদ্বোধন শেষে সিদ্দিক আহমদ সহ নেতৃবৃন্দরা রাস্তা দুটি ঘুরে দেখেন। সড়কটি পাকা করণে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের সদয় সহযোগিতা প্রত্যাশা করেছেন চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন। এদিকে মিরপুর ইউনিয়নের কচুরকান্দি, কাজিরগাঁও, পাথারিয়া ধারারপাড়, গড়গড়ি সহ পাশর্^বর্তী পাটলী ইউনিয়নের সাথে এলাকাবাসীর যাতায়াত সমস্যায় উপকৃত হওয়ায় মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন সহ সংশ্লিষ্ঠ ইউপি সদস্যের প্রতি অভিনন্দন জানানো হয়। মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন কর্তৃক আধুনিকায়ন ইউনিয়ন পরিষদের মুজিব কর্ণার সহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতিতে চেয়ারম্যান মাহবুবুল হক শেরীনসহ সকল সদস্য সদস্যাদের কার্যক্রমে ভূয়শী প্রশংসা করেন।