জগন্নাথপুরে ৪ জুয়াড়ী গ্রেফতার, নগদ টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:৫৯ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০হাজার ৭শ ৩০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ১৮৬৭ সালের জুয়া আইনের ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলার চান্দভরাং গ্রামের মৃত ফারুক আলীর ছেলে সিদ্দিক আলী (২৮), বাইশঘর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৩৭), জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের মৃত মহরম উল্ল্যার ছেলে আব্দুল মুহিত (৫৫), ও আধুয়া গ্রামের মৃত হরমুজ উল্ল্যহর ছেলে শফিক মিয়া (৩৭)। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, জুয়া আইনে গ্রেফতারকৃত জুয়ারীদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা লহরী গ্রামের আব্দুল শহিদের বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।