জামালগঞ্জে লকডাউন অমান্য করায় জরিমানা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৫:৩৯ অপরাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ ব্যবসায়ীকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদর, সাচনা বাজার, লালবাজার ও নোয়াগাঁও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব। তখন সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম ও এএসআই সাইফুল আলমসহ সঙ্গীয় ফোর্স।
জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা সদরসহ বিভিন্ন হাটবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার কারণে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৬ ব্যবসায়ীকে ১ হাজার ৭০০ টাকা এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, লকডাউন চলাকালীন সময়ে সকলকে সরকারের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। এরপরও যদি কেউ আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।