র্যাবের অভিযানে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২১, ৮:১৩ অপরাহ্ণপূবের হাওয়া ডেস্ক ::: সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৬জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযানে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে ইয়াবা ও গাঁজাসহ ১জন, কুলাউড়া থেকে ভারতীয় বিড়িসহ ১ জন এবং শ্রীমঙ্গল থেকে ইয়াবাসহ ১ জন, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে গাঁজাসহ ২জন, সিলেট জেলার গোয়াইনঘাট থেকে বিদেশী মদসহ ১জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে স্থানীয় থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে।
শুক্রবার দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল কুলাউড়া থানার ৮ নম্বর রাউৎগাও ইউপি’র কৌলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১০০ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. আনোয়ার হোসেন আনুকে (২৫) গ্রেপ্তার করা হয়। আনোয়ার উত্তর কৌলা এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে।
এদিন রাত ৯টার দিকে কুলাউড়া থানার ৬ নস্বর টেংরা ইউনিয়নের কোনাগাঁও বাজারে অভিযান চালায়। এসময় ৬৫হাজার শলাকা ভারতীয় পাতার বিড়ি জব্দসহ পেশাদার চোরাকারবারি মো. মুমিন মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়। সে রাজনগর থানার কোনাগাঁও গ্রামের খাস প্রেমনগর এলাকার আং মন্নানের ছেলে।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানার ফুলছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মো. জাহাঙ্গীর মিয়াকে (৩৬) গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর ওই উপজেলার গাজীপুর পূর্ব পাড়া গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল হবিগঞ্জের মাধবপুর থানার নোয়াপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামে অভিযান চালায়। এসময় ৫ কেজি গাঁজা জব্দসহ পেশাদার মাদক কারবারি সাইদুর ইসলাম (৩০) ও মো. আলম মিয়াকে (২৬) গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান।
অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানার ৯ নম্বর ওয়ার্ডের চারগ্রামস্থ লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়।
এসময় ৪৯ বোতল বিদেশী মদ জব্দসহ পেশাদার মাদক কারকারি টিকেন্দ্র ওরপে টসরকে (৬৫) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার চারিগ্রামের মৃত জীবন দাশের ছেলে।
অভিযানে অংশ নেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম।