বড়শালায় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেপ্তার ২
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:২৭ অপরাহ্ণপূবের হাওয়া ডেস্ক ::: সিলেটের বড়শালায় জুয়া খেলার সরঞ্জামসহ ২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা। শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৫ টার দিকে জুবের আহমদ (৩০) ও মো. আকমল হোসেন (২৫) কে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৮ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত জুবের আহমদ এয়ারপোর্ট থানাধীন বড়শালা এলাকার আব্দুল নূর ও কুলসুমা বেগম দম্পতির পুত্র এবং মো. আকমল হোসেন একই এলাকার মো. আব্দুল রউফের ছেলে।
তাদের আটকের পর এয়ারপোর্ট থানার মামলা (নং-২৬, তাং-১৭/০৪/২০২১খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪) দায়ে করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।