জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২১, ৮:৩৭ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:-
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর রৌডর গ্রামের সাইদ উল্ল্যার ছেলে। রবিবার সাইফুল ইসলামকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
জানাযায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানা পুলিশ জামালপুর রৌডর গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে।