জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে কিশোরকে পিঠিয়ে আহত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি :
রবিউল ইসলাম রবিন নামের পনের বছরের কিশোরকে পূর্ব বিরোধের জেরে পিঠিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। তারাবিহির নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে হামলার ঘটনাটি ঘটেছে বলে আহত কিশোরের পরিবারের লোকজন জানিয়েছেন। হামলার ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রামে। আহত ঐ কিশোর রবিউল ইসলাম রবিন বাঘময়না গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রবের ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় ঐদিন রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত কিশোরের মা সাহেমা বেগম।
আহত কিশোরের মা সাহেমা বেগম জানান, বাঘময়না গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে আকবর মিয়ার সাথে তাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার রাতে তার ছেলে রবিউল ইসলাম রবিন বাঘময়না আটহাল জামে মসজিদে তারাবিহির নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় পূর্ব থেকে উৎ পেতে থাকা প্রতিপক্ষ আকবর মিয়ার নেতৃত্বে রুহল আমীন, আসাদ মিয়া, কামরান মিয়া ও মিছবাহ উদ্দিন সহ রবিউল ইসলাম রবিনকে পথরোধ করে অপহরণ সহ হত্যা করার প্রস্তুতি নেয়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রবিউলের পীঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনদের সহযোগিতায় রবিউল ইসলম রবিনকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করান। আহত কিশোরের মা সাহেমা বেগম জানান, আমার স্বামী প্রবাসে থাকায় এ সুযোগে হামলাকারীরা আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে আহত করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের কথা জানিয়েছেন সাহেমা বেগম।