মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাস্ট্রের উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২১, ৯:২৯ অপরাহ্ণনগরীর বাগবাড়িতে মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের পক্ষ থেকে খাদ্যে সামগ্র্রী বিতরণ করা হয়।
সোমবার বাগবাড়ী শিশুসদন রোড, নরশিংটিলা ও পশ্চিম কাজলশাহ এলাকায় প্রতিবারের মত এবার ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১৫০টি অগ্রহায় হতদরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যে সামগ্র্রী বিতরন করেন।
এ সময় প্রত্যেক পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ২ কেজি আলু, নগদ অর্থ দশ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
মরহুমা আফতারা বিবি চৌধুরীর বড় ছেলে গ্রোনা রাজা চৌধুরীর সভাপতিত্বে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, অ্যাডভোকেট বেলাল আহমদ, হাজী মাহমুদ আহমদ, ডা. নাছির আহমদ, আলম আহমদ, আতিক মিয়া চৌধুরী, আহমেদ ইকবাল নেওয়াজ কলে¬াল, বাবুল আহমদ, আরিফ আহমদ পলাশ, মোহাম্মদ কামরুজ্জামান দিপু, বাবুল আহমদ বাবলা, মৌলানা তৈয়বুর রহমান, আব্দুল মুকিত রাজন, ফখর উদ্দিন, সেলিম আহমদ, আরিফ আলমগীর।
পরে হাজী আব্বাস আলী জামে মসজিদের ইমামের মাধ্যমে মরহুমা আফতারা বিবির রুহের মাগফেরাত ও উনার বিদেশে অবস্থানরত সকল ছেলেদের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি