মামুনুল হক গ্রেফতারের প্রতিবাদে মিছিল : ছাতকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, গ্রেফতার ১০

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২১, ৯:৩৫ অপরাহ্ণছাতক প্রতিনিধি ::
ছাতকে মাওলানা মামুনুল হক গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে পুলিশ ও পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার অপরাধে ১০ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার কারারুকা ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গত রোববার সন্ধ্যায় গ্রেফতারের খবরে মাওলানা মামুনুল হকের সমর্থকরা ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংলগ্ন রাজাপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছলে পুলিশ ও তাদের গাড়ি লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে উত্তেজিত মিছিলকারীরা। এ ঘটনায় রোববার রাতে ছাতক থানার এসআই আতিকুল আলম খন্দকার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে থানা পুলিশ রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালেহ আহমদ, নেছার উদ্দিন, হেলাল উদ্দিন, সাদিকুর রহমান তালুকদার, কামাল উদ্দিন, আব্দুর রহমান, অশিউর রহমান, এবাদুর রহমান ও তালহা আহমদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা সকলেই রাজাপুর গ্রামের বাসিন্দা।
ছাতক থানার ওফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।