সাংবাদিক কবীর আহমদ সুহেল ও আহমদ মারুফের পিতা আর নেই
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২১, ৮:২০ অপরাহ্ণপূবের হাওয়া ডেস্ক :::
সিলেটের সিনিয়র সাংবাদিক কবীর আহমদ ও দৈনিক সবুজ সিলেটের সাবেক স্টাফ রিপোর্টার আহমেদ মারুফের পিতা
মাওলানা ফরিদ উদ্দিন (গোয়ালবাড়ী হুজুর) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর ২৪ নং ওয়ার্ডের নয়াগাও এর নিজ বাসায় মারা যান তিনি।
জানা গেছে, মাওলানা ফরিদ উদ্দিন দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি। আগামীকাল শুক্রবার বাদ জুমা ২৪ নং ওয়ার্ডের নয়াগাও এলাকার হাজী হালু মাঝি জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে। উল্লেখ্য মাওলানা ফরিদ উদ্দিন (গোয়ালবাড়ী হুজুর) সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি মাসরুর রাসেলের পিতা।