কোম্পানীগঞ্জে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০২১, ৮:০৬ অপরাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন সহায়তায় এক কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লাছুখাল গ্রামের হাজী আব্দুল মান্নান মনাফের ছেলে জুনায়েদ আহমেদের হাতে মেশিনটি হস্তান্তর করা হয়।
এসিআই কোম্পানি প্রস্তুতকৃত কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয়মূল্য ২৯ লাখ টাকা। সরকার ৭০ শতাংশ ভর্তুকি দেয়ায় কৃষক এ মেশিনটি ৩০ শতাংশ মূল্য নির্ধারণ করে ৯ লাখ ৪০ হাজার টাকায় ক্রয় করতে পারছেন।
মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য, উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান প্রমুখ।