ছাতকে সেলার ট্র্যাপ ও মাঠ দিবস অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ৯:১২ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধি :::
ছাতকে সোলার লাইট ট্র্যাপ ও বোরো ধান ব্রি-৮৮ প্রদর্শনী এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য সদরুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, জসিম উদ্দিন। এসময় স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।