তারেক রহমানের ঈদ উপহার পৌছে দিলেন মহানগর বি.এন.পি নেতৃবৃন্দ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২১, ১১:১৭ অপরাহ্ণগুম, খুন হওয়া পরিবারের জন্য বি.এন.পি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, সরকারের রোষানলে পড়ে গুম হওয়া সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সকল নির্যাতিত পরিবারের মধ্যে। মঙ্গলবার প্রথম পর্যায়ে বিশ্বনাথে জননেতা এম ইলিয়াস আলীর বৃদ্ধা মাতা সূর্যবান বিবির কাছে উপহার সামগ্রী প্রদান করা হয়। এরপর নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাসায় গিয়ে তার বাবার হাতে, জুনেদ আহমদের বাসায় গিয়ে তার পরিবারের হাতে এবং গাড়ী চালক আনসার আলীর পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মহানগর বি.এন.পি-র সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী’র ব্যাবস্থাপনায় উপহার সামগ্রী পৌঁছে দেন
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিলেট জেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সভাপতি জালাল উদ্দীন আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপি আহবায়ক গোউস খান। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি নেতা রফিকুল বারী রোমান, খালেদ আকবর চৌধুরী, আবু সাইদ মো তায়েফ, সিলেট মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব মারুফ আহমেদ টিপু, ড্যাব সিলেট জেলা সাধারণ সম্পাদক ডাঃ মোঃ শাকিলুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ- সভাপতি আব্দুল হাসিব, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, কাওসার আহমদ শিবলু প্রমুখ।- বিজ্ঞপ্তি