দক্ষিণ সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৫:৩৭ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৫ মে) সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার শান্তিগঞ্জ থেকে পাগলা বাজার পর্যন্ত মহাসড়কের দু’পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, থানার ওসি কাজী মোক্তাদির হোসেনসহ আরও অনেকে৷
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে উপজেলার শান্তিগঞ্জ থেকে পাগলা বাজার পর্যন্ত মহাসড়কের দু’পাশ অবৈধ দখল করে রমরমা ব্যবসা চলছিল। এতে কর্তৃপক্ষ প্রতি বছর এসব স্থাপনা উচ্ছেদ করে দেয়ার পর আবারও গড়ে উঠে স্থাপনা। সম্প্রতি এসব স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার জন্য নোটিশ করে মাইকিং করা হয়। কিন্তু অবৈধ দখলকারীরা কর্নপাত করেন নি। তাই সওজ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।