জগন্নাথপুরে আব্দুস সাত্তার কামালী ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার শাহারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের সমন্বয়ে পারিবারিক অর্থায়নে প্রতিষ্ঠিত মরহুম হাজি আব্দুস সাত্তার কামালী ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। একদিকে করোনা অন্য দিকে মাহে রামাদ্বান সব মিলিয়ে এলাকার অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া পরিবারগুলো পড়েছেন চরম বিপাকে। এসব দুর্দশাগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন আর্ত মানবতার সেবার ব্রত নিয়ে সদ্য প্রতিষ্ঠিত মরহুম হাজি আব্দুস সাত্তার কামালী ট্রাস্ট। সোমবার দুপুরে ফ্যামিলি চ্যারিটি ট্রাস্ট ফর বি.ডি এর আয়োজনে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া শাহজীর গোষ্ঠী ডাক্তার বাড়িতে গ্রামের প্রায় ২শতাধিক পরিবারের মধ্যে বিভিন্ন পন্যের খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিপুল পরিমাণের এসব খাদ্য সামগ্রী পেয়ে গরীব অসহায় দরিদ্র পরিবারগুলো অনেকটাই আনন্দিত হয়েছেন। মানবতার সেবায় শাহারপাড়া গ্রাম সহ বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্রদের কল্যাণের পাশাপাশি শিক্ষা সহ সামাজিক সকল কর্মকান্ডে মরহুম হাজি আব্দুস সাত্তার কামালী ট্রাস্ট অনন্য ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেছেন ট্রাস্টিবৃন্দ। ভবিষ্যতেও প্রতিটি দূর্যোগে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাস্টের সকল ট্রাস্টিবৃন্দ। মরহুম হাজি আব্দুস সাত্তার কামালীর রুহের মাগফেরাত কামনা করা হয় এবং ট্রাস্টের সকল ট্রাস্টীবৃন্দের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে চাল, ডাল, ভোজ্য তেল, ছোলা সহ বিভিন্ন পন্যের খাদ্য ও ইফতার সামগ্রীর বিতরণ করা হয়।