ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৮:৫৭ অপরাহ্ণছাতক প্রতিনিধি :::
ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০জন কৃষকের মাঝে এসব ধান বীজ ও রাসায়নিক সার আনুষ্ঠানিক বিতরণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান। প্রত্যেক উপকারভোগী কৃষককে ১বিঘা জমির জন্য উফশী আউশ ধান বীজ ও সার দেয়া হয়। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনির্মল তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, শোয়েব মাহমুদ, শাহ পারভেজ, নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর, সুহেব মাহমুদ, ফারুক আহমদ, আরিফ চৌধুরী ও বিদ্যুৎ তালুকদার উপস্থিত ছিলেন।