জেলা ছাত্রদলের ইফতার বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১০:৩৯ অপরাহ্ণখালেদা জিয়ার সুস্থতা কামনা ও এম ইলিয়াস আলীকে ফিরে
পাওয়ার দাবি
খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও এম ইলিয়াছ আলীকে ফিরে পাওয়ার দাবিতে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সম্পাদক তাজুল ইসলাম সাজুর উদ্দ্যেগে অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। বৃহষ্পতিবার বাদ আসর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম সাজুর সভাপাতিত্বে ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল আহাদ খাঁন জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ- সভাপতি মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা ছাত্রদলের সহ- সাংগঠনিক ইঞ্জিনিয়ার সাইব আহমদ, জেলা যুবদল নেতা ও বিশ্বনাথ উপজেলা যুবদলের সদস্য সৌরভ আহমদ লাকী, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হুসেন সজিব, মহানগর ছাত্রদলের সহ- সাধারন সম্পাদক সৈয়দ মিনহাজ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক এস এম তাফফিম,মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সিলেট ল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা ছাত্রদলের সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহির তালুকদার, ২২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আহমদ রাফি, জেলা ছাত্রদলের অন্যতম সদস্য জাবেদ হাসান, বিশ্বনাথ উপজেলাহ ছাত্রদলের য্গ্মু আহবায়ক কয়েছ আহমদ, সবুজ জেলা ছাত্রদল নেতা নাদিম আহমদ তারেক, নুর আহমেদ প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি।