কমলগঞ্জে এতিম ও দরিদ্র শিশু-কিশোরদের মধ্যে ঈদের কাপড় বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:০৩ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জে এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র শিশু, কিশোর ও নারীদের মধ্যে ঈদের উপহার হিসেবে কাপড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর মৌলভীবাজার শাখার উদ্যোগে শমশেরনগর ইসলামিক মিশনে এসব কাপড় বিতরণ করা হয়।
সাংবাদিক নূরুল মোহাইমীন মিল্টন এর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, শমশেরনগর ইসলামিক মিশনের পোগ্রাম অফিসার মোমিনুল ইসলাম প্রমুখ।
কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৩০ জন এতিম, প্রতিবন্ধী ও দরিদ্র শিশু, কিশোর ও নারীদের মধ্যে নতুন জামা, সার্ট, থ্রি-পিচ ও শাড়ি বিতরণ করা হয়।