কমলগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:০৮ অপরাহ্ণকমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অসহায় ও হতদরিদ্র ৩ হাজার ৮১জনের মাঝে (জি.আর) নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মে) সকাল ১১টায় পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের জনপ্রতি ৪৫০ টাকা করে (জি.আর) নগদ অর্থ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে নগদ অর্থ বিতরনের উদ্ধোধন আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পৌরসভার কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, সৈয়দ জামাল হোসেন, আনসার শোকরানা মান্না, মহিলা কাউন্সিলর মোছাঃ মুসলিমা বেগম প্রমুখ।
এছাড়া কমলগঞ্জের পতনঊষার, শমশেরনগরসহ বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার প্রধান ঈদ উপহারের জিআর এর নগদ অর্থ বিতরণ করা হয়।