সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের শোক
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:১৩ অপরাহ্ণকোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)।কোছাপের কেন্দ্রীয় সভাপতি রুপক চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা। তারা এক শোক বিবৃতিতে বলেন, দিলদার হোসেন সেলিম একজন আদর্শবান রাজনীতিবিদ ও দেশ প্রেমিক ব্যক্তিত্ব ছিলেন। উনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতিটি মূহুর্ত এলাকার উন্নয়ন ও জন সাধারণের কল্যাণে ব্যয় করেছেন। উনার মৃত্যুতে উত্তর সিলেটে যে শূন্যতা তৈরী হয়েছে তা পূরণ হবার নয়। তারা মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।