খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যাণ সংস্থা‘র শিংকাপন শাখার ইফতার

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:১৯ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
করোনা প্রতিরোধে সিলেট ও মৌলভীবাজার জেলার গৃহবন্দি কর্মহীন ও নিন্ম আয়ের লোকজনকে সার্বিক সহযোগিতাসহ দফায় দফায় খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছে আতর্œমানবতার সংগঠন খ্যাত খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যান সংস্থা। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো: ইনাম মিয়া‘র অর্থায়নে মানুষের মৌলিক চাহিদার পূরনসহ যেকোনো সংকটের বৃহত্তর সিলেট অঞ্চলের বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম রয়েছে অব্যাহত। যার ধারাবাহিকতায় খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার শিংকাপন শাখার উদ্যোগে ও সংস্থার প্রতিষ্ঠাতা প্রবাসী মো: ইনাম মিয়া’র বোনের রোগ মুক্তি কামনায় গরিব ও এতিম ও ছিন্নমূলদের মাঝে আয়োজন করা হয় ইফতার ও দোয়া মাহফিলের। বুধবার মৌলভীবাজারের দিশালোক এলাকায় অনুষ্টিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যাণ সংস্থার শিংকাপন শাখার পরিচালক মো: মুমিন মিয়া।মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকা খোলাফায়ে রাশেদিন নামীয় সমাজ কল্যাণ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার বাতিঘর হিসাবে কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারিতে সংস্থার প্রতিষ্ঠাতা মো: ইনাম মিয়া প্রবাসে গৃহবন্দি থেকেও সমাজের অসহায় ও দুঃস্থদের কল্যাণে সহায্যের হাত রেখেছেন অব্যাহত।পাশাপাশি সংস্থাটিকে গতিশীল ও ইসলামী আদর্শবান্ধব হিসাবে গড়ে তুলে সমাজ থেকে অপরাধ নির্মূলের সার্বিক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন তিনি। খোলাফায়ে রাশেদিনের মতো অন্যান্য সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহব্বান জানিয়ে ইসলামী ওই সমাজ কল্যাণ সংস্থার সকল শাখা,প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট সকলের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তারা।বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা দাবা ফেডারেশনের সভাপতি তাওহিদ ইসলাম,সমাজসেবী ও সংস্থার সদস্য হাতিম মিয়া, সেলিম মিয়া, মেন্দি মিয়া, মারুপ দরফদার,মশাহিদ আলী, রনি মিয়া,শাহান আহমদ,আবু সুফিয়ানসহ আরও অনেকে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংস্থার সকল সদস্যবৃন্দসহ এলাকার সামাজিক, রাজনৈতিক, মিডিয়া ব্যাক্তিত্বসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।