জগন্নাথপুরে খাদ্য গুদামে ধান সংগ্রহ শুরু
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:৩২ অপরাহ্ণজগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমলা রায়, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কৃষক জুনাব আলী উপস্থিত ছিলেন। জগন্নাথপুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার অফিস জানায়, ৫ মে থেকে শুরু করে ১৫ আগষ্ট পর্যন্ত ধান সংগ্রহ চলবে। জগন্নাথপুর উপজেলায় চলতি বছরে ১হাজার ৮০ টাকা মন দামে ২হাজার ৭শত ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সবোচ্চ ৩ মেটিক টন ধান বিক্রি করতে পারবেন।