বালাগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার সুস্থতা কামনায় দু’আ মাহফিল অনুষ্ঠিত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি :::
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, বর্তমান কাতার প্রবাসী মোস্তাক আহমদ মসরুর এর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় করে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বাদ তারাবি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা জামে মসজিদে এ দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দু’আ মাহফিলে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শিরমান উদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. চুনু মিয়া, মো. লাল মিয়া, সুহেল বারী, অলিউর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফতহুল হাসনাত চৌধুরী শিমুল, সাধারণ সম্পাদক মো, রমুজ মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাহেদ আলী গেদা, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালেহ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ-সাধারণ সম্পাদক জুনেদ বারী, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মুঈনসহ সর্বস্তরের মুসল্লিগন। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গহরপুর জামিয়ার শিক্ষক হাফিজ মুফতি সাইদুর রহমান মুক্তাগাছা।
এর আগে দেওয়ান বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে গহরপুর মাদ্র্াসা মসজিদের ইফতারি প্রদান করা হয়।