বিশিষ্ট ক্রীড়া সংগঠক ডাঃ রিফা করোনায় আক্রান্ত : দোয়া কামনা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২১, ১২:৫০ পূর্বাহ্ণবাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট, সিলেট সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি, ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। ডাঃ রিফা বলেন, সিলেটে করা নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। তিনি বাসায় ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন ৫ দিনের মতো। সিলেটে গঠন করা মেডিকেল বোর্ডের নির্দেশনা অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয় গত ৭ মে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (HDU) চিকিৎসা নিচ্ছেন। তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে। চিকিৎসা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডাঃ রিফা এইচ ডি ইউ-তে আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সময় সময়ে অক্সিজেন দিতে হচ্ছে। দীর্ঘ সময় স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস রাখা যাচ্ছে না। শরীরে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা (অক্সিজেন স্যাচুরেশন) কখনো কখনো কমে যাচ্ছে। তিনি বলেন, অবশ্য অক্সিজেন দিলে মাত্রা ৯৩ থেকে ৯৫-এ উঠা- নামা করছে, পালস ৯৫-১০৫, দেহের তাপমাত্রা ৯৯*-১০২*। তাঁর মানে তিনি অক্সিজেন নিতে পারছেন। এটা ভালো লক্ষণ। আরো কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড বিস্তারিত বলতে পারবে। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ডাঃ রিফার পরিবার সিলেটবাসী’সহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি