ট্রাকের চাপায় বিয়ানীবাজারে বাইসাইকেল আরোহী নিহত
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২১, ৮:১৮ অপরাহ্ণপূবের হাওয়া ডেস্ক ::: সিলেটের বিয়ানীবাজারে পণ্যবাহী ট্রাকের চাপায় ইমন আহমদ (১৬) নামে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিপুর এলাকার শেওলা-সুতারকান্দি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন আহমদ দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে শেওলা-সুতারকান্দি সড়কের বাইসাইকেল চালক কিশোর ইমন আহমদকে ধাক্কা দেয় ঘাতক ট্রাকটি। পরে ঘাতক ট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কিশোর ইমন আহমদ। এই দুর্ঘটনার পর পর পালিয়ে যান ঘাতক ট্রাকের চালক।
তবে স্থানীয় এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে রেখেছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতের মর্গে প্রেরণ করেছে।
বিয়ানীবাজার থানার (ওসি) হিল্লোল রায় জানান, খবর পেয়েই পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতের মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের চেষ্টা চালছে।