ছাতকে বজ্রপাতে কৃষকের মৃত্যু

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১, ৮:৫০ অপরাহ্ণছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে সুজন মিয়া(৩০) নামের এক কৃষকের মৃত্যু ঘটেছে। বুধবার বিকেলে উপজেলার চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের মাঠে তার মৃত্যু হয়। সুজন মিয়া প্রথমাচর গ্রামের বাহার আলীর পুত্র। বুধবার বিকেলে গরু নিয়ে গ্রাম সংলগ্ন হাওরে যায় সে। গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় তার উপর বজ্রপাত পতিত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।