শিমুলবাঁকে স্কুল স্থাপন নিয়ে একযুগ পর দুই গ্রুপের দ্বন্দ্ব নিরসন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২১, ৯:১০ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাুঁক ইউনিয়নের শিমুলবাঁক গ্রামে স্কুল স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে গ্রামের বিধ্যমান দুই গ্রুপের একযুগ ধরে চলমান দ্বন্দ্বের নিরসন হয়েছে। জানা যায়, শিমুলবাঁক গ্রামের মানুষের মাঝে দ্বন্দ্ব ও অনৈক্য থাকার কারনে এই গ্রামে দীর্ঘদিন ধরে একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। গ্রুপিং থাকার কারনে ইতিমধ্যে গ্রামের দুই দিকে দুটি স্কুল স্থাপন করা হয়। যা শিক্ষা পরিপত্রের সাথে সাংঘর্ষিক। স্কুল স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দ্বন্দ্বে গ্রামে সবসময় একটা অস্থিরতা বিরাজ করতো, এর ফলে যেকোনো মূহুর্তে গ্রামের মানুষজন সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা ছিলো।
বিদ্যালয়ের স্থান নির্ধারণ নিয়ে কোন উপায়ন্তর না পেয়ে শেষমেশ দুটি গ্রুপই পরিকল্পনামন্ত্রীর দারস্থ হলে তিনি গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এবং সুবিধাজনক স্থানে স্কুল স্থাপনের আহবান জানান। এরই পরিপ্রেক্ষিতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নির্দেশে ও সুনামগঞ্জ জেলা প্রশাসকের তদন্ত সাপেক্ষে গ্রামের মানুষের সবচেয়ে সুবিধাজনক জায়গায় স্কুল স্থাপনের স্থান নির্ধারণ করা হয়। এই স্থান নির্ধারণে গ্রামের সকল মানুষই একমত হতে পেরেছেন এবং খুশিও হয়েছেন।
বুধবার(১৯ মে) শিমুলবাঁক গ্রামের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিনুর রহমান শাহিনের উদ্যােগে স্কুল স্থাপনের স্থান নির্ধারনে গ্রামের দ্বন্দ্ব নিরসনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান আকিক এর সভাপতিত্বে ও ঢাকা ইউনিভার্সিটি শাখার ছাত্র লীগের আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মোঃ মনির উদ্দিন, এএসআই সমীরন চন্দ্র দে, সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল হুদা, পল্লী চিকিৎসক গিয়াসউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, শিমুলবাঁক গ্রামের গণ্যমান্য ও সালিশ ব্যক্তিত্ব সুন্দর আলী, নুরুল হক, দিলোয়ার হোসেন নানু, শিক্ষক (অব) নুরুল ইসলাম, মুরব্বি সিফত আলী, মুতওল্লি হাজী আবুল হোসেন, মুরব্বি আলতাফ হোসেন, মুসা মিয়া, শিমুলবাক ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারফত আলী, সাবেক মেম্বার আব্দুল তালিম, শিমুলবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা ছাত্রলীগ নেতা নাইম আহমদ, আব্দুল আলীম, এলকাছ মিয়া ও রাজিব হোসাইন প্রমুখ।