নবীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদন্ড ও অর্থদন্ড: ট্রলার জব্দ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৭:৪৯ অপরাহ্ণনবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে অবৈধ ভাবে বালুর চর থেকে বালু উত্তোলনের দায়ে ট্রলারসহ ১০জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- করা হয়েছে।
শনিবার (২২ মে) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদ- করা প্রদান করেন।
আটককৃতরা হলেন, সুনামগঞ্জের রানীগঞ্জ উপজেলার তরিক উল্যার ছেলে আলী হোসেন (৩৮), জগন্নাথপুরের আছব মিয়ার ছেলে আলী আকবর (২৫), ছেরাগ আলীর ছেলে সহিদ মিয়া (৩২), জালাল উদ্দিনের ছেলে নজিম উদ্দিন (৪৭), আজিম উদ্দিন (৩২), আব্দুল করিমের ছেলে জাহিদ আলী (৪৫), মখলিছ উল্যার ছেলে আব্দুল কাইয়ূম (৩৮), হাশিম উল্যার ছেলে কাউছার মিয়া (১৯), তবারক উল্যার ছেলে ছালেহ আহমদ (২৭), আজাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)
জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুরের চর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রলারসহ ১০জনকে আটক করা হয়।
পরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী আলী হোসেন (৩৮) কে ১ লক্ষ টাকা ও ৬ মাসের বিনাশ্রম কারাদ- এবং অর্থদ- অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। অপর আটককৃত ৯ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।