ছাতকে শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজের ছাতা বিতরণ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২১, ৯:০৩ অপরাহ্ণছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজের ছাতা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার চরমহল্লা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জনতা উচ্চ বিদ্যালয়ের ২০০ ছাত্র-ছাত্রীদের মাঝে মুজিব শতবর্ষের লগো সম্বলিত এসব লাল-সবুজের ছাতা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন ইউপি চেয়াপরম্যান আবুল হাসনাত। বিদ্যালয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে রোদ-বৃষ্টিতে ব্যবহার করার সুবিধার্থে এসব ছাতা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থী ছাড়া অন্য কেউ যাতে এ ছাতা ব্যবহার না করার জন্য বলা হয়েছে। ছাতা বিতরণকালে অন্যান্যদের মধ্যে চরমহল্লা ইউনিয়ন পরিষদ সচিব বকুল মালাকার, ইউপি সদস্য কয়েস মিয়া, এসএমসি সদস্য ফয়জুল কবীর, আজিজুর রহমান, দুদু মিয়া, আব্দুস সোবহান, আবু বকর, সুরত মিয়া, হোসাইন আহমদ, বিদ্যালয়ের শিক্ষক গৌছুল আজম, শাহনুর আলী, ফয়সল আহমদ প্রমুখ।