সাংবাদিক কাওছারের জামিন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ১২:৪৮ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার ::::
মিথ্যা মামলায় কারাবন্দি দৈনিক সবুজ সিলেট-এর স্টাফ রিপোর্টার সেলিম হাসান কাওছার জামিন পেয়েছেন। গতকাল রোববার সিলেটের চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে গোলাপগঞ্জ সিআর ৩২৩/১৯ মামলায় জামিন আবেদন শুনানী শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন। মামলায় কাওছারের পক্ষে শুনানী করেন এডভোকেট রনজিৎ সরকার ও এডভোকেট পুলিন দত্ত পিংকুসহ অন্য আইনজীবীরা।
২০১৯ সালে গোলাপগঞ্জ উপজেলার পূর্ব খদ্দাপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে নোমান মাহফুজ আদালতে হামলা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন। এ মামলায় তাকে গত ১৭ মে গ্রেফতার করা হয়।
এ মামলার নেপথ্যে গোলাপগঞ্জের সাংবাদিক নামধারী আবদুল আহাদ ওরফে নুর মিয়া। মামলায় স্বাক্ষীও আহাদ নিজে ও তার অনুসারী এবং স্বজনরা।
মামলার স্বাক্ষীরা হলো আবদুল আহাদ, তার অনুসারী শহিদুর রহমান সুহেদ, আহাদের ভাতিজা এমরান আহমদ, আরেক ভাতিজা তানিম আহমদ ও জামায়াত নেতা আবদুল আজিজ।
মামলার বাদী নোমান মাহফুজ বলেন, আমি এ মামলা করতে চাইছিলাম না। আমি শিক্ষক মানুষ। আমি এসবে ভয় পাই। মূলত আহাদ ভাইসহ ২ জন এ মামলা করিয়েছেন। তারাই নেপথ্যে কাজ করছেন।