দক্ষিণ সুনামগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২১, ৯:৫৬ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে ২০২০-২০২১ অর্থ সালে ইউনিয়ন পর্যায়ে মৎসচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের গুলসা, পাবদা, কৈ, শিং মাগুর মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) সকাল ১০ ঘটিকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যােগে শান্তিগঞ্জের কার্প হ্যাচারী কমপ্লেক্স এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১৮ জন মৎস্য চাষী অংশগ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় মৎস্য কার্যালয়ের উপ পরিচালক জিল্লুর রহমান,
সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার সুনিল মন্ডল,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার জাহিদ হাসান, দক্ষিণ সুনামগঞ্জ হ্যাচারিজ অফিসার অশুক কুমার দাস প্রমুখ।