কানাইঘাটে সরকারী সড়কে বাধাঁ সৃষ্টির দায়ে ইউএনও বরাবরে অভিযোগ
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ৯:২৭ অপরাহ্ণ
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে নবনির্মিত টেলিটক কম্পানীর টাওয়ারের মালামাল না যেতে সরকারী রাস্তার মধ্যে পাকার খুটি পুতে বাধাঁ সৃষ্টির দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউপির খাসেরমাটি গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র মোঃ রেজাউল করিম জানান তিনি বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় বাণীগ্রাম ও ঝিঙ্গাবাড়ী ইউপির সীমান্তবর্তী নিজ দলইকান্দি মৌজার ১নং খতিয়ানের ৮২৯নং দাগে সরকারী রাস্তা রয়েছে। সেই রাস্তার পাশে রেজাউল করিমের ভুমিতে টেলিটক কম্পানীর একটি টাওয়ার নির্মাণাধীন রয়েছে। সেই টাওয়ারের মালামাল যাতে ঐ সড়ক দিয়ে না যেতে পারে সেজন্য প্রতিহিংসা মূলক ভাবে নিজ দলইকান্দিগ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র হারুন রশিদ, খাসেরমাটি গ্রামের মুন্সি মিয়ার পুত্র সালিক আহমদ ও মৃত তজম্মিল আলীর পুত্র আখতার হোসেন সরকারী রাস্তার মধ্যে পাঁকার খুটিপুতে পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও রেজাউল করিম অভিযোগে উল্লেখ করেছেন যে, টেলিটক কম্পানীকে বাঁধা দিতে গিয়ে হারুন রশিদ সরকারী রাস্তার অন্য অংশ জবর দখল করে কাটাতারের ভেড়া নির্মাণ করে দিয়েছেন। এতে তিনি সহ এলাকার মানুষের চলাচলে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গত বছরের ১০ আগস্ট স্থানীয় তহশীলদার ও ১৭ আগস্ট ভুমি অফিসের সার্ভেয়ার সরেজমিন তদন্ত করে পৃথক পৃথক প্রতিবেদন দাখিল করেছেন। এতে হারুন রশিদ – রেজাউল করিমের প্রতি ক্ষুব্দ হয়ে নানা রকম হুমকি দিয়ে যাচ্ছেন। গত বুধবার সরেজমিনে গেলে প্রবাসী হারুন রশিদের ক্ষুব্দতার বহিঃপ্রকাশ ঘটে। এতে দেখা যায় তিনি রেজাউল করিমের দিকে বার বার চটে যাচ্ছেন। এবং রেজাউল করিমকে উদ্যেশ্য করে নানা কটু কথা বলছেন। স্থানীয় অনেকেই জানিয়েছেন রেজাউল করিম তার ভুমিতে টাওয়ার স্থাপন করার সুযোগ দেওয়ায় মুলত এ সমস্যার সুষ্টি করছেন প্রবাসী হারুন রশিদ। এ ব্যাপারে হারুন রশিদ জানিয়েছেন এ রাস্তার কাজ তিনি করিয়েছেন বিধায় সরকারী না মালিকানা তা তিনি বুঝেন না। রাস্তায় পাকার খুটি পুতার কথা জানতে চাইলে তিনি বলেন ঢাকা থেকে এসে এখানে কেউ ব্যবসা করতে পারবে না।