বড়লেখায় নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, আহত ২
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২১, ১০:১৯ অপরাহ্ণবড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার পার্শবর্তী খাদে পড়ে যায়। এতে গাড়ির চালকসহ ২ জন আহত হয়েছেন।
আহত একজনের বাড়ি নিজ বাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাংঙ্গন গ্রামের হাজী আজমল আলীর ছেলে সারোয়ার আহমদ। অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার রাত দশটার দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আনুমানিক রাত দশ ঘটিকার সময় চান্দগ্রাম-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের দাসেরবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে চালকসহ ২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে সিলেটে প্রেরণ করা হয়েছে।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, প্রাইভেট কারটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, এতে গাড়িতে খাদে পড়ে যায়। এঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।