খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২১, ১:২৪ পূর্বাহ্ণসিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হুসেনের ১২ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গত ৩১ মে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম ইকবাল হুসেন যুবলীগ নেতা জাহাঙ্গির আলমের বড় ভাই। জাহাঙ্গির আলম বলেন, আমার বড় ভাই আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন আজ এক যুগ হয়ে গেছে, কিন্তু আমাদের পরিবার এবং খাদিমপাড়া ইউনিয়নের মানুষের কাছে আজো উনার স্মৃতি অমলিন, উনার মৃত্যুবার্ষিকীতে উনার জন্য সকলের নিকট দোয়া কামনা করি,আল্লাহতালা উনাকে যেন জান্নাতুল ফিরদউস দান করেন৷
প্রেস-বিজ্ঞপ্তি।