দক্ষিণ সুনামগঞ্জ ইমামদের নিয়ে মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২১, ৬:৫২ অপরাহ্ণদক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও প্রশিক্ষিণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩ জুন) বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আমোয়ার উজ জামানের সভাপতিত্বে ও ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সদস্য সামিউল কবির প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।