জামালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২১, ৭:০৩ অপরাহ্ণজামালগঞ্জ প্রতিনিধি ::::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃথিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দীজেন্দ্র লাল দাস, মো. মতিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল হক তালুকদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জামিল আহমেদ জুয়েল, দপ্তর সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন রিয়াজ, আব্দুল খালেক, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের তালুকদার, জেলা শ্রমিক লীগ সদস্য সায়েম পাঠান প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় অনেক অশ্রু, ত্যাগ আর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ফিরে পেয়েছে ভাত ও ভোটের অধিকার। দীর্ঘ স্বৈরশাসনের অবসানের মধ্য দিয়ে শুরু হয় গণতান্ত্রিক অভিযাত্রা। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ও সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় সুশাসন, স্থিতিশীল অর্থনীতি, কৃষি উৎপাদন বৃদ্ধি, উন্নয়নে গতিশীলতা, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, কর্মসংস্থান, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের ফলে বিশ্বের বুকে বাঙালি জাতি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।