ওসমানীনগরে ইংলিশ মেন্টর পরিদর্শন করলেন এমপি মোকাব্বির খান
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২১, ৭:৫৪ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের হারুন ম্যানশনস্থ ইংরেজী ভাষা ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান ইংলিশ মেন্টর পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের এমপি মোকাব্বির খান। সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারে ইংলিশ মেন্টরের কার্যালয়ে পরিদর্শন কালে কারিগরি শিক্ষার এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করে গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেন,আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির গুরুত্ব কতটা তা আমাদেও সবারই জানা। আধুনিক বিশ্বের সর্বক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরেসীম। সঠিকভাবে ইংরেজি বলতে ও বুঝতে পারা ক্যারিয়ার গঠনের সহায়ক। অন্যান্য একাডেমিক যোগ্যতার পাশাপাশি ইংরেজি ভাষা ও কারিগরি শিক্ষায় ভাল দক্ষতা থাকলে জীবনে এগিয়ে যাওয়াটা গতিশীল হয়। বাংলা আমাদের মাতৃভাষা হওয়ায় অনেকেই আমরা ইংরেজিতে দুর্বল থাকি। যার ফলে দেখা যায়,একাডেমিক এবং দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রায়ই দুর্ভোগ পোহাতে হয়। ক্যারিয়ারের ভাল ফলাফলসহ দেশের বাইরে গিয়ে উচ্চ শিক্ষার ডিগ্রি অর্জন ও সাবলম্ভী হতে কারিগরি শিক্ষার পাশাপাশি ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার আহব্বান জানান তিনি। পরিদর্শন কালে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন মিয়াসহ ইংলিশ মেন্টরের পরিচালক,শিক্ষকবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।