কাউখালীতে প্রধানমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ করেন ইউএনও
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণস্টাফ রিপোর্টার: কাউখালীতে শীতের শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র কম্বল ছিন্নমূল, দুস্থ, অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ১১ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার দক্ষিণ প্রান্তের ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া, শাপলেজা এলাকার জেলে, কারিগর সহ ছিন্নমূল, দুস্থ, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। রাতের আঁধারে বিভিন্ন এলাকা ঘুরে ৫০ জন নারী-পুরুষসহ বৃদ্ধ ও প্রতিবন্ধী অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা । এ সময় অন্যান্যদের মধ্যে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী, ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য রুবেল সিকদার প্রমুখ।