কাউখালীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৩, ৮:৪৩ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক: কাউখালীতে সারা দেশের ন্যায় একযোগে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ (১২ই ডিসেম্বর) মঙ্গলবার সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে ৬ থেকে ৫৯ মাস বয়সের শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ইপিআই কর্মকর্তা আনিসুর রহমান প্রমূখ। উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৮৯৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ৬৯৫৪ জন। এই কর্মসূচি সকাল দশটায় শুরু হয়ে চারটা পর্যন্ত বিরোধীহীনভাবে পরিচালনা করা হয়।
উপজেলায় ১২১ টি কেন্দ্রে ২৪২ জন কর্মী ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচিতে অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।