খুলে দেওয়া হলো মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৬ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন-৬-এর ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাতটায় মেট্রো রেলের এই স্টেশনটি খুলে দেওয়া হয়। মেট্রো রেলের এই স্টেশনটি সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকবে।
আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মেট্রো রেল স্টেশন খুলে দেওয়া হয়েছে।
যাত্রীরা যাতায়াত করছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে স্টেশনে।
মেট্রো রেলের ৯ টার দিকে মিরপুর থেকে এই স্টেশনে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হোসেন। তিনি বলেন, ‘আমার এখন চতুর্থ বর্ষ শুরু।
প্রথম বর্ষ থেকেই মিরপুর থেকে যখন বাসে আসতাম তখন অনেক ভোগান্তি হতো। মিরপুরের রাস্তাঘাট কেমন ছিল তা তখন সবাই জানে। এখন মেট্রো রেল হওয়াতে এই ভোগান্তি হবে না। অনেক তাড়াতাড়ি আসা যাবে।
তবে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া করা হোক৷’