নলছিটিতে একই পরিবারের ৬ জন অসুস্থ, খাবারে ঘুমের ঔষধ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২৩, ৯:২৯ অপরাহ্ণপুবের হাওয়া ডেস্ক: খাবারে চেতনানাশক ঔষধ মিশিয়ে একই পরিবারের ৬ জনকে অজ্ঞান করে চুরির পরিকল্পনা করা হয়েছে।শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে নলছিটি উপজেলার ২ নং ওয়ার্ড নাংগুলী গ্রামের শহিদুল হকের (চুন্নু তালুকদার) বাড়িতে এ ঘটনা ঘটে। নাংগুলী গ্রামের শহিদুল হক বলেন, আমরা একই পরিবারের ৬ জন রাত ১০:০০ টার দিকে খাবার খাই, খাবার খেয়ে গুরুতর অসুস্থ হলে আমার ছেলে সাওয়াল তালুকদার ও প্রতিবেশির সহায়তায় দিনগত রাত ১২ টার দিকে নলছিটি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক ডাঃ রাসেল ঢালী জানিয়েছেন, তারা সবাই শারীরিকভাবে অসুস্থ। ধারণা করা হচ্ছে তাদের ঘুমের ঔষধ মিশিয়ে অসুস্থ করা হয়েছে।