কাউখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণকাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি শুক্রবার রাতে ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
১৫ই ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার বেকুটিয়া, নতুন বাজা, চিরাপাড়া, উত্তর বাজার, কুমিয়ানসহ বিভিন্ন জায়গায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাস্তায় থাকা ছিন্নমূল মানুষ এর মাঝে শীতবস্ত্র গায়ের চাদর তুলে দে।
সময় তিনি অর্ধশত নারী-পুরুষ বয়স্ক মানুষের শরীরে তিনি নিজেই শীতবস্ত্র দিয়ে দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি অর্পনা হালদার, সহ-সভাপতি ঝুমুর হালদার এবং সাংগঠনিক সম্পাদক হোসনে আরা হক প্রমূখ।
এ সময় কাজী রুহিয়া বেগম হাসি বলেন, শীতবস্ত্র সঠিকভাবে গরিব ও অসহায় মানুষের হাতে দেওয়ার জন্য রাতের আধারে ঘুরে ঘুরে প্রকৃত শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।