মাহফুজের হাত ধরে পর্দায় ফিরছেন শাবনুর
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণবিনোদন ডেস্ক: প্রায় তিন বছর পর গোপনে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা শাবনূর। সেটাও কিনা নিজের জন্মদিনে। আজ ১৭ ডিসেম্বর এই নায়িকার ৪৫তম জন্মদিন। জীবনের বিশেষ এই দিনে শাবনূর দিলেন ভক্তদের সুখবর। আগামী ঈদে আসবে তার নতুন চলচ্চিত্র।
এ বিষয়ে শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষেরা ছাড়া ঢাকায় আসার খবরটা আপাতত কাউকে জানাতে চাননি। তিন বছর পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ। নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন।
শোনা যাচ্ছে, দুই পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদের হাত ধরে আবারও পর্দায় ফিরছেন এই নায়িকা। ‘সখা’ নামের ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে।
ছবিটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরের দুই ঈদের যেকোনো একটিতে তাদের চলচ্চিত্রের পর্দায় দেখা যেতে পারে।
১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা এহতেশামের ‘চাঁদনী রাতে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে শাবনূরের। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি মুক্তি পায়। মাঝখানে প্রায় ৫ বছর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।