‘অ্যানিমেল’ সফল হতেই কি বিয়ের পিঁড়িতে রশ্মিকা?

পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৩, ১২:০৫ অপরাহ্ণবিনোদন প্রতিবেদক: দক্ষিণী পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে রণবীর কাপূরের বিপরীতে দেখা গেছে রশ্মিকা মন্দানাকে। ছবি বক্স অফিসে হিট। এরইমধ্যে বিশ্বব্যাপী ৯০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। দক্ষিণী বিনোদন জগতে রশ্মিকা নিজের জায়গা তৈরি করেছেন গত কয়েক বছরে। গত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে পরিশ্রম করছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘গুডবাই’ ছবিতে কাজ করে বলিউডে আত্মপ্রকাশ করেছেন রশ্মিকা। তারপরে জুটি বেধেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ ছবিতে। দুটোই ব্যর্থ বক্স অফিসে।
তবে ‘অ্যানিমেল’-এর সাফল্য সব ব্যর্থতাকে ছাপিয়ে গেল। এবার বলিউডে পায়ের তলার জমি শক্ত হতেই কি বিয়ে করছেন রশ্মিকা, সামাজিক মাধ্যমে সরাসরি প্রেম নিবেদন করে বসলেন বিজয়কে!
নিজেদের প্রেম নিয়ে জনসম্মুখে কখনও মুখ খোলেননি বিজয় বা রশ্মিকা কেউই। তবে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ এবং কৌতূহলে ভাটা পড়েনি। ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথমে বন্ধুত্ব। তার পরে ‘ডিয়ার কমরেড’-এর সেটে নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। পরস্পরের পরিবার এবং বন্ধুদের সঙ্গেও একাধিকবার দেখা গিয়েছে বিজয় এবং রশ্মিকাকে। নিজেদের ‘ভালো বন্ধু’ তকমা দিয়েই এত দিন কাটিয়েছেন তারা।
তবে এবার আর রাখঢাক নয়, সামাজিক মাধ্যমে অভিনেত্রী লেখেন, ‘‘আমি শুধু এতটুকু বলব, আমার জীবনে আসার জন্য ধন্যবাদ।’’ যদিও অভিনেত্রী সরাসরি বিজয়ের নাম উল্লেখ করেননি পোস্টে। তবে রশ্মিকার ইশারা কার দিকে তা বুঝতে বাকি নেই। ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষা গত কয়েক বছর ধরে নাকি একসঙ্গে বাস করছেন তারা। বিভিন্ন সময় তাদের দেওয়া ছবি তার প্রমাণ। এ বার একধাপ এগিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কি না! সময় বলবে।
সূত্র : আনন্দবাজার