ছাত্রদের পক্ষে যা বললেন তামিম-আফিফরা
পূবের হাওয়া ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৪, ১২:২৪ অপরাহ্ণক্রীড়া ডেস্ক: পুরো দেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। সাধারণ শিক্ষার্থীদের এই কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। সবশেষ নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন নারী-পুরুষ দলের তারকারা।
জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমও একাত্মতা জানিয়েছেন দেশের ছাত্রসমাজের সঙ্গে, ‘টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক। সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক।’
জাতীয় দলেরই আরেক ওপেনার নাঈম শেখ লিখেছেন, ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল সবুজের পতাকা আমার ভাই-বোনদের রক্তে আর রক্তিম না হোক। যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন হোক, তারুণ্য তার প্রাণ ও উদ্যম ফিরে পাক।’
টেকনাফ থেকে তেতুলিয়া কোন রাজপথ আর আমার ভাই-বোনের রক্তে রঞ্জিত না হোক সঠিক পদক্ষেপ ও যৌক্তিকতা বজায়ে রেখে সবকিছুর সমাধান হোক
Posted by Tanzid Hasan Tamim on Tuesday, July 16, 2024
দেশটা আমাদের সবার।আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট…
Posted by Afif Hossain Dhrubo on Tuesday, July 16, 2024
আফিফ হোসেন লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রুপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’
সাবেক স্পিনার ইলিয়াস সানী লিখেছেন, ‘ও আল্লাহ তুমি গজব নাজিল করো আল্লাহ।’ অনুর্ধ্ব যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলি ইন্সটাগ্রামে লিখেছেন কিছু না, ঘৃণা।